ঝিনাইগাতী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 02:19 PM
Updated : 5 Oct 2017, 02:20 PM

উপজেলার গজনী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নম্বর পিলারের কাছে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম।

নিহত আরশাফ আলী (২৫) উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি গার্মেন্টস কারখানার কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, গার্মেন্টস কারখানার এ চাকুরে ছুটিতে এসে বুধবার বিকালে নকশি গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে তিনি গজনী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নম্বর পিলারের কাছে নোম্যান্স লান্ডে গেলে বিএসএফ  তার উপর গুলি চালায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বলেন, আশরাফ আলীর মৃতদেহ বর্তমানে ভারতের কুচাদাগ্রি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

শুক্রবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে আশরাফ আলীর মৃতদেহ বিএসএফ ফেরত দেবে বলেও তিনি জানান।  

নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে তার অভিভাবকরা বিজিবিকে বিষয়টি অবহিত করলে নকশি সীমান্ত ফাঁড়ির বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকে আশরাফ আলীর মৃতদেহের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে তিনি জানান। 

ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন গজনী সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর কথা শুনেছেন বলে জানান।