মাশরাফি ও ছেলের জন্মদিনে নানা আয়োজন

বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ছেলে সাহেল মুর্তজার জন্মদিন পালিত হয়েছে নানা আয়োজনে। 

মাহবুবুর রশিদ, নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 01:58 PM
Updated : 5 Oct 2017, 04:27 PM

পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান না হলে মাশরাফি ভক্তরা দিবসটি উপলক্ষে কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছেন।

মাশরাফি ফাউন্ডেশন ও মাশরাফি পাঠাগার এসব কর্মসূচির আয়োজন করে।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন মাশরাফি। গোলাম মুর্তজা স্বপন ও হামিদা মুর্তজা বলাকার দুই ছেলের মধ্যে মাশরাফি বড়।

২০১৪ সালে একই দিনে মাশরাফি ও  সুমনা হক সুমির ছেলে সাহেল মুর্তজার জন্ম হয়।

মাশরাফির মা হামিদা মুর্তজা বলাকা ছেলে ও নাতির জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “মাশরাফি এখন পরিবার নিয়ে ঢাকায় আছে। মাশরাফিসহ দেশের সকল খেলোয়াড় যাতে সুস্থ থাকে এবং আগামী দিনগুলোতে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে দেশবাসীর কাছে সেই দোয়া চাই।”

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, “মানবিক গুণাবলীসম্পন্ন মাশরাফিকে নিয়ে আমরা গর্ব করি। বিচক্ষণতা, সরলতা, ভদ্রতা, দেশপ্রেমসহ নানা গুণে গুণান্বিত মাশরাফি বিন মর্তুজা দেশবাসীকে মুগ্ধ করেছেন।”