রোহিঙ্গাদের ‘ত্রাণের নামে’ টাকা আদায়, যুবক আটক

ঢাকার আশুলিয়ায় ‘যুবলীগের নাম ব্যবহার করে’ রোহিঙ্গাদের ত্রাণের জন্য মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 01:13 PM
Updated : 5 Oct 2017, 01:14 PM

বৃহস্পতিবার জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামন থেকে নাজমুল হক ইমুকে (২৫) আটক করা হয়।

আটক নাজমুল আশুলিয়ার বেরন এলাকার জসিম মিয়ার ছেলে।

আশুলিয়া থানার এসআই মশিউর রহমান নয়ন জানান, রোহিঙ্গাদের জন্য ত্রাণের নামে চাঁদা আদায় করেছে এমন সংবাদ পেয়ে ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটক নাজমুল হক ইমু সাংবাদিকদের বলেন, “সাবেক থানা যুবলীগ নেতা শাহাদাত হোসেন খান, সুমন আহমেদ ভূঁইয়ার নির্দেশে আশুলিয়ার বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের জন্য ত্রাণের টাকা আদায় করা হচ্ছে।”

তিনি বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফ্যান্টাসির সামনে ব্যানার ও মাইকে সাধারণ মানুষকে ত্রাণ তহবিলের বাক্সে টাকা দেওয়ার আহ্বান জানানো হয়।

গত তিন দিনে এভাবে প্রায় ১৫ হাজার টাকা পাওয়া গেছে এবং এরকম বিভিন্ন দোকান-পাট ও গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি বাক্স খোলা হয়েছে বলে তিনি জানান।

তবে আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান বলেন, “আটক নাজমুল যুবলীগের সাবেক কমিটির কোনো পর্যায়ের নেতা তো দূরের কথা সদস্যও নন। তার সাথে আমাদের নাম জড়িয়ে ইমেজকে নষ্ট করার চেষ্টা চলছে।”