ভেঙে পড়ল চান্দিনা থানা ভবনের নির্মাণাধীন ছাদ

কুমিল্লার চান্দিনা থানার নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ধসে পড়েছে। এতে আহত হয়েছে দুই নির্মাণ শ্রমিক।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 12:07 PM
Updated : 5 Oct 2017, 12:11 PM

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা।

আহতদের মধ্যে আল-আমিনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

ওসি জানান, দুপুরে ভবনটির ছাদের ঢালাই চলছিল। ঢালাই কাজের শেষ পর্যায়ে শ্রমিকরা ছাদ থেকে নেমে আসার সময় হঠাৎ ধসে পড়ে পুরো ছাদটি।

ঘটনাস্থলে প্রকৌশলী পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

স্থানীয় জাকির হোসেন জানান, ২০১৬ সালে চার তলা ভবনের কাজ শুরু করে প্রমিন্যান্ট ইঞ্জিনিয়ার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এখানে নিম্নমানের পাথর, ইট ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে ঠিকাদার আলমগীর হোসেন বলেন, “নির্মাণ শ্রমিকদের গাফিলতিতেই এ ঘটনাটি ঘটেছে। তবে যেটুকু ক্ষতি হয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করব।”