সাতক্ষীরায় গোলাগুলির পর অস্ত্রসহ ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতির সময় গোলাগুলির পর অস্ত্রসহ তিন ‘ডাকাতকে’ আটক করেছে কোস্টগার্ড।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 06:59 AM
Updated : 5 Oct 2017, 06:59 AM

বুধবার গভীর রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় বলে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান।

আটককৃতরা হলেন, উপজেলার পাশ্বেমারি গ্রামের ইউসুফ গাইনের ছেলে সবুজ গাইন, একই গ্রামের নাছির গাজীর ছেলে ছিদ্দিক ওরফে বোমা সিদ্দিক ও গাবুরার ডুমুরিয়া গ্রামের ইছাক মিস্ত্রীর ছেলে ছিদ্দিক মিস্ত্রী।

এ সময় তাদেরর কাছ থেকে একটি রিভালভার, একটি পাইপগান ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি মান্নান বলেন, গোপন খবরে গাবুরা ইউনিয়নে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের দিকে গুলি ছোড়ে।

“কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে সেখান থেকে তিনটি অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়।”

সকালে কোস্টগার্ড তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করেছে বলে জানান ওসি।