গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নভেম্বরে

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 06:45 AM
Updated : 5 Oct 2017, 06:45 AM
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে আবেদন শুরু হয়েছে।

আগামী ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd   এ দেওয়া নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষা আগামী ১০, ১১ এবং ১৭, ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি ইউনিটের ২৫ বিভাগে ২ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান তিনি।