কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 04:49 PM
Updated : 4 Oct 2017, 04:49 PM

বনের জমিতে থাকা এসব স্থাপনা উচ্ছেদে বুধবার বন বিভাগ ও পুলিশ এ অভিযান চালায় বলে কালিয়াকৈর থানার এসআই জাফর আলী জানান।                   

এসআই জাফর জানান, কালিয়াকৈরের সফিপুর-বড়ইবাড়ি সড়কের পূর্বচান্দরা এলাকায় মাটিকাটা রেল ক্রসিংয়ের পাশে বনবিভাগের জমিতে দীর্ঘদিন আগে একটি চক্র গজারি গাছ কেটে সেখানে দোকান-পাট, ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বনবিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একেএম আজাহারুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের লোকজন ও পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি বলেন, ওই সময় বনের জমিতে থাকা দোকানপাট, ঘর-বাড়িসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। টিন, কাঠসহ স্থাপনা তৈরি বিভিন্ন মালামালও জব্দ করা হয়।

“এতে প্রায় এক একর বনের জমি উদ্ধার হয়েছে, যার মূল্য এক কোটি টাকার মতো।”

ঢাকা বনবিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একেএম আজাহারুল ইসলাম জানান, বনের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।