স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হত্যার কথিত পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 04:19 PM
Updated : 4 Oct 2017, 04:19 PM

আসামি সাইফুল ইসলাম ও তার সহযোগী বাপ্পীকে বুধবার অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

এসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

“এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।”

ফিরোজ হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৬ অগাস্ট দুপুর দেড়টার সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হোসেনকে শহরের চাঁদপাড়ায় তার বাড়ির অদূরে কুপিয়ে হত্যা করা হয়।

এসপি জানান, এ ঘটনায় নিহতের বাবা আনসার আলী বাদী হয়ে আট জনকে আসামি করে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের করেন।

“সাইফুল এ হত্যার মূল পরিকল্পনাকারী বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেনিএর আগে গ্রেপ্তার আরেক আসামি শিমুল হোসেন।”