‘ইয়াবা বিক্রির বিরোধে’ কিশোরকে হত্যা, ভাইসহ আটক ৩

‘ইয়াবা বিক্রি নিয়ে বিরোধের জেরে’ গাজীপুরে এক কিশোরকে হত্যা করা হয়েছে, যার মৃতদেহ নিখোঁজ হওয়ার ২৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 01:08 PM
Updated : 4 Oct 2017, 01:08 PM

বুধবার সিটি করপোরেশনের বাগবাড়ি এলাকা থেকে সাইদুল ইসলামের (১৩) লাশ উদ্ধার করা হয় বলে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন।

মৃত সাইদুল গাজীপুর সিটি করপোরেশনের শৈলডুবি এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড় ভাইসহ তিন জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন মৃত সাইদুলের বড় ভাই সাইফুল ইসলাম (১৭), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মনির হোসেন (২৭) ও মোহাম্মদ আলীর ছেলে হাসান সরকার (১৪)।

পুলিশ সুপার জানান, গত ৮ সেপ্টেম্বর সাইদুল ইসলাম তার মোবাইল ফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর বাড়ি না ফেরায় তার মা শিউলী বেগম ১০ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় একটি জিডি করেন।

“ওই জিডি তদন্তের অংশ হিসেবে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন অর রশীদ গত ৩ অক্টোবর মঙ্গলবার রাত ৯টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাই সাইফুলসহ মনির ও হাসানকে আটক করেন।”

ইয়াবা বিক্রি নিয়ে বিরোধের জেরে সাইদুলকে হত্যা করা হয় বলে আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে এসপি জানান।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন অর রশীদ জানান, নিহতের বুক, পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভিকটিমের মা শিউলী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।