নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরায় পাবনায় ১৮ জেলেকে কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরার অপরাধে পাবনায় ১৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 07:49 AM
Updated : 4 Oct 2017, 08:44 AM

বুধবার ভোরে সুজানগর উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।   

পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সুজানগর পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ৮/১০ মন মা ইলিশ, তিনটি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ১৮ জেলেকে আটক করে।

“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।”

দণ্ডিতদের কারাগারে ও জব্দকৃত মাছগুলো মানিকদিয়ার একটি এতিম খানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।

রবিউল বলেন, প্রতিবছর ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এ সময় নদীতে মাছ ধরা, বেচাকেনা, পরিবহণ, মজুত ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সারা দেশে মাছ ধরা বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সুজানগর উপজেলার জেলেরা পদ্মায় ইলিশ শিকার করছিল বলে জানান তিনি।  

এদিকে নাম প্রকাশ না করা শর্তে সুজানগর উপজেলার কয়েকজন জেলে বলেন, সরকারি আইন অনুযায়ী নিষেধাজ্ঞার সময় জেলেদের চাল ও নগদ টাকা পাওয়ার কথা। সেগুলো না পাওয়ায় জীবন ধারণের জন্য তারা ঝুঁকি নিয়ে মাছ শিকার অব্যাহত রাখেন।   

নিষেধাজ্ঞার সময় অভিযান পরিচালনা করলেও সরকারি পাওনার ব্যাপারে তাদের কিছুই জানানো হচ্ছে না বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, জেলেদের চাল ও নগদ টাকা দেওয়া বিষয়ে ইতোমধ্যে জেলার মৎস কর্মকর্তা গোলাম রাব্বানীর সঙ্গে তারা কথা বলেছেন। তারা জেলেদের তালিকা তৈরি করে দ্রুতই এ ব্যাপারে ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

তবে প্রজনন মৌসুমে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে এ মৎস কর্মকর্তা জানান।