ভৈরবে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 06:45 AM
Updated : 4 Oct 2017, 08:22 AM

ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ (২৫) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের।

আহত ভৈরব থানার এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওহাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মোখলেসুর বলেন, “সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকার পাশে পার্কের ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

“এতে ডাকাত সোহাগ ও দুই পুলিশ সদস্য হন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সোহাগকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।