‘ইয়াবার’ জন্য কিশোরকে হত্যা, আটক ৩

‘ইয়াবা বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জেরে’ গাজীপুরে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগে তার এক ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 06:13 AM
Updated : 4 Oct 2017, 06:18 AM

বুধবার জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশীদ এ কথা জানান।

মৃত কিশোর সাইদুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের শৈলডুবি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আটকরা হলেন- সাইদুল ইসলামের বড় ভাই সাইফুল ইসলাম ও প্রতিবশী মনির ও হাসান।

এসআই হারুন বলেন, দুই দিন আগে সাইদুল নিখোঁজ উল্লেখ করে গত ১০ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

“পুলিশ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার গভীররাতে হাসানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে কাশিমপুরের বাগবাড়ির একটি জঙ্গল থেকে সাইদুলের লাশ উদ্ধার এবং বুধবার সকালে অপর দুইজনকে আটক করা হয়।”

এসআই আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সাইদুলকে ‘ইয়াবা বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জেরে’ কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।