সাভারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2017, 09:03 AM
Updated : 3 Oct 2017, 09:03 AM

ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই মামুন মোল্লা জানান, মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ তারা উদ্ধার করেন।

নিহত মাজেদা আক্তার (২২) ওই এলাকার কাপড় ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী।

মাজেদার বড় বোন নাসিমা আক্তার বলেন, সম্প্রতি মাজেদাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকার এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল জসিম। মাজেদা এতে নাজি না হওয়ায় জসিম প্রায়ই তাকে মারধর করত।

এর জেরে সোমবার রাতের কোন সময় মাজেদাকে শ্বাসরোধে হত্যার পর  জসিম তার লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে ধারণা নাসিমার। 

ঘটনার পর জসিম পাঁচ বছরের সন্তান অয়ন মনিকে নিয়ে পালিয়ে গেছে। সকালে প্রতিবেশীরা ঘরের মধ্যে মাজেদার লাশ দেখে থানায় খবর দেয় বলে জানান তিনি।

এসআই মামুন বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

ঘটনার পর খেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।