রোহিঙ্গা সন্দেহে পুলিশে দিল জনতা

নীলফামারী সদরে রোহিঙ্গা সন্দেহে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 02:58 PM
Updated : 2 Oct 2017, 02:58 PM

সোমবার নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার জানান, রোববার রাতে উপজেলার কচুকাটা বাজার থেকে বেলাল হোসেন নামের ওই ব্যক্তিকে রোহিঙ্গা সন্দেহে ধরে থানায় দিয়ে যায় স্থানীয়রা।

“এখনও তার পরিচয় সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি। তাকে কেউ চিনলে বা কোনো তথ্য থাকলে আমাদের দিন।” 

এলাকাবাসী জানায়, রোববার রাতে কচুকাট বাজারে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। এ সময় তার কথাবার্তা বুঝতে পারছিলেন না কেউ। তার কথার টানের সঙ্গে চট্টগ্রামের ভাষার মিল থাকায় রোহিঙ্গা বলে সন্দেহ করেন অনেকে। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

পরিদর্শক বাবুল বলেন, ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম বেলাল হোসেন এবং বাবার নাম লালু মিয়া বলে জানিয়েছে। তবে তার অন্য কোনো পরিচয় ও কিভাবে নীলফামারী এসেছে তা জানাতে পারছেন না। 

বেলালের বয়স ৪৫ বছরের মতো হবে বলে জানান তিনি।