নীলফামারীতে নিখোঁজ তরুণীর লাশ ধানক্ষেতে

নীলফামারীতে নিখোঁজ হওয়ার ১৯ দিন পর ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর লাশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 02:17 PM
Updated : 2 Oct 2017, 02:17 PM

সোমবার দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান নীলফামারী সদর থানার পরিদর্শক বাবুল আকতার।

নিহত মনিয়ারা বেগম (২২) ওই গ্রামের মমিনুল ইসলামের মেয়ে। উত্তরা ইপিজেডের একটি কারখানার শ্রমিক ছিলেন তিনি।

মমিনুল ইসলাম বলেন, “এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় মনিয়ারার।দুই মাস আগে ইপিজেডের একটি কারখানায় চাকরি নেয় সে।

“গত ১৩ সেপ্টেম্বর আমার (বাবা) অসুস্থতার খবরে ইপিজেড থেকে বাড়িতে ফিরে আসে। এরপর সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।”

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোখলেস উদ্দিন বলেন, “সোমবার সকালে বাড়ির কাছে একটি ধান ক্ষেতে তার লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে।”

পরিদর্শক বাবুল বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

এ ঘটনায় মমিনুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।