তালায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় গৃহবধূর নাসরিন নাহার মুন্নীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলায় তার স্বামী মুসা গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 09:09 AM
Updated : 2 Oct 2017, 09:29 AM

পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, তালার মির্জাপুর বাজার থেকে রোববার রাতে তাকে আটক করা হয়।

সেদিন দুপুরে মুন্নীর বাবা আলী বক্স বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুসার বিরুদ্ধে মামলা করেন।

আটক মুসা (৪২) ওই উপজেলার বাগমারা গ্রামের আমিরুল গাজীর ছেলে।

রোববার বেলা ১২টার দিকে দগ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২৮ বছর বয়সী মুন্নীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে মুসা পালাতক ছিলেন বলে পুলিশ জানায়।  

মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নী সাংবাদিকদের জানান, শনিবার রাতে কথাকাটির এক পর্যায়ে মুসা তাকে মারধর করতে শুরু কর।

পরে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে তিনি পড়লে মুসা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

মুন্নীর শরীরের ৭৫ শতাংশ পুড়ে ঘেছে বলে রোববার সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ফরহাদ জামিল জানিয়েছিলেন।

পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা মুন্নীকে ঢাকায় পাঠানোর পরমর্শ দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।