কুষ্টিয়ায় ১৬ ঘণ্টা পর ফের রেল চালু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লাইনচ্যুত দুটি বগি ১৬ ঘণ্টা পর উদ্ধার শেষে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 08:24 AM
Updated : 2 Oct 2017, 08:24 AM

ভেড়ামা স্টেশন মাস্টার শামসুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টায় উদ্ধারকারী দল তাদের কাজ শেষে করেন।

এর আগে রোববার রাত ৮টায় রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি ভেড়ামারা স্টেশনের প্রবেশমুখে রেলগেইটের কাছে লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার শামসুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে রাত ১০টায় উদ্ধারকাজ শুরু করে। লাইনচ্যুত দুটি বগি উদ্ধার ও রেললাইন মেরামতের পর সোমবার বেলা ১২টায় সব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দু্র্ঘটনার ফলে খুলনার সঙ্গে রাজশাহী, ঢাকা ও উত্তবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।

দুর্ঘটনার কারণ সম্পর্কে রেলের পশ্চিমাঞ্চলীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, লাইন পরিচ্ছন্নতায় কিছু ঘাটতি থাকতে পারে, অথবা বর্তমান চলাচলকারী ৬৪১৪ সিরিজের ইঞ্জিনগুলো বেশ পুরনো হওয়ায় যান্ত্রিক কিছু ত্রুটি ঘটে থাকতে পারে।”

ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।