প্রজনন মৌসুমে ইলিশ ধরে ২১ জেলে দণ্ডিত

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরায় তিন জেলার ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 12:32 PM
Updated : 1 Oct 2017, 12:32 PM

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রোববার ভোলা, বরগুনা ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।

মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা,বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার ।

ভোলা প্রতিনিধি

ভোলা জেলা মৎস কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রোববার ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনায় অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়।

“পরে চার জেলেকে এক মাস করে কারাদণ্ড ও তিন জেলের প্রত্যেককে ছয় হাজার টাকা করে জরিমানা করা ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা করা হয়েছে ৩৫ হাজার মিটার জাল ও মাছ ধরার দুটি ট্রলার।”

অভিযানে আটক ৬০ কেজি মা ইলিশ মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

বরগুনা প্রতিনিধি

জেলার পাথরঘাটায় পাঁচ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডিরা হলেন, পাথরঘাটার কবির খানের ছেলে মাহবুব (১৮), মো. আলী খানের ছেলে আবু হানিফ (২৭), হাসেম ফকিরের ছেলে আফজাল (৮০), কুমিড়মারা গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল (১৮) ও হাতেম ফকিরের ছেলে ছালাম (৪৬)।

এছাড়া অপ্রাপ্তবয়স্ত হওয়ায় আরেকজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, রোববার সকালে বিষখালী-বলেশ্বর নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানিয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে আটক নয় জলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী এ আদেশ দেন।

এ সময় জেলেদের কাছে পাওয়া ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, সকালে ইউএন আজগর আলীর নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় অভিযানে যায়।

“এ সময় নয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় একটি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল।”