দশমীতে পটুয়াখালীতে নৌকা বাইচ

সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শেষ ‍দিন বিজয়া দশমীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাওয়ার প্রতিযোগিতা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 05:39 AM
Updated : 1 Oct 2017, 07:41 AM

পটুয়াখালী পৌর সভার আয়োজনে হালিয়া ও লাউকাঠী নদীর তিন কিলোমিটার এলাকায় শনিবার বিকালে এ প্রতিযোগিতা হয়।

এতে গোপালগঞ্জ জেলার পাঁচটি ও স্থানীয় একটি দল অংশ নেয়।

বিকালে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঝি মাল্লারা লাউকাঠী নদীর পটুয়াখালী সেতু প্রান্ত থেকে নৌকা বাইতে শুরু করে। ঢাক ঢোল, শাঁখ বাজিয়ে হৈ হৈ মধুর শব্দ করে নিজ নিজ নৌকা নিয়ে ছুটে যায় তারা।

বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক নদীর তীরে দাঁড়িয়ে বাইচ উপভোগ করেন।
পরে লোহালিয়া নদীর ডোনাভান স্কুল এলাকায় এসে বাইচ শেষ হয়। প্রতিযোগিতায় নতুন বাজার আখড়াবাড়ি বাইচ দল প্রথম হয়।

পরে পটুয়াখালী পৌরসভার শফিকুল ইসলাম বিজয়ী দলকে ফ্রিজ ও বাকিদের হাতে ১০ হাজার টাকা করে পুরস্কার তুলে দেন।