বকেয়া বেতন চেয়ে শ্রীপুরে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 12:34 PM
Updated : 30 Sept 2017, 12:34 PM

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শনিবার মুলাইদ এলাকার ওয়েলটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের বকেয়া পরিশোধে আশ্বাসের তা মহাসড়ক থেকে সরে যান।

শ্রমিকদের বরাত দিয়ে ওসি বলেন, কারখানাটির ওয়াশিং বিভাগের প্রায় সাড়ে তিনশত শ্রমিকের বেতন গত তিন মাস ধরে বকেয়া রয়েছে।

“তারা বিভিন্ন সময় আন্দোলন করলে আংশিক বেতন দেওয়া হয়।”

এ পরিস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বলে জানান তিনি।