শেরপুরে অতিবৃষ্টিতে প্লাবন

দুই দিনের অবিরাম বৃষ্টিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শহরসহ অন্তত পাঁচ ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 05:36 AM
Updated : 30 Sept 2017, 05:36 AM

উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, দুই দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলা পরিষদ চত্বর ও বাজার এলাকা প্লাবিত হয়ে অনেক দোকানির ক্ষতি হয়েছে।

উপজেলার পাঁচ ইউনিয়নের ২০-২১টি গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে জানিয়ে তিনি বলেন, অনেক ধানক্ষেত এখন পানির নিচে। উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় প্রতিমুহূর্তে নতুর এলাকা প্লাবিত হচ্ছে। পানির তোড়ে অনেক গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙে গেছে।

মহারশি নদীর রামেরকুড়ায় ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে উপজেলা পরিষদ চত্বর, কোর্ট বিল্ডিং, সাব-রেজিস্ট্রার অফিস, পোস্ট অফিস ও সদর বাজার এলাকা প্লাবিত রয়েছে।