আ. লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ

‘অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক পেটানোর অভিযোগ পাওয়া গেছে লক্ষ্মীপুরের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2017, 02:41 PM
Updated : 29 Sept 2017, 02:41 PM

শুক্রবার লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে  সাংবাদিক রফিকুল ইসলাম অভিযোগ করেন।

রফিকুল স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক মানব কন্ঠের লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা।

তবে মারধরের কথা অস্বীকার করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

সাংবাদিক রফিকুল  বলেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী এবং তার ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের ‘অনিয়ম ও দুর্নীতি’ নিয়ে স্থানীয় ও জাতীয় একটি পত্রিকায় একাধিক সংবাদ ‘প্রকাশ করা’ হয়।

“এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে তিনি আমাকে মোবাইল ফোনে তার বাড়ি ডেকে নেন। এ সময় চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীরা আমাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে সদর হাসপাতালে ভর্তি করান।”

এ নিয়ে আবুল কাশেম বলেন, “মারধরের কোনো ঘটনা ঘটেনি, তবে কথা কাটাকাটি হয়েছে।”

অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুপার আ স ম মাহাতাব উদ্দিন।