কেক কেটে তোফা-তহুরার জন্মদিন পালন

কেক কেটে প্রথম জন্মবার্ষিকী পালন করা হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরার।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2017, 01:00 PM
Updated : 29 Sept 2017, 01:00 PM

শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাশদহ গ্রামে নানা বাড়িতে তাদের জন্মদিনের উৎসব পালন করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর পিঠ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মে তোফা-তহুরা। এ বছরের ১ অগাস্ট অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসা শেষে গত ১০ সেপ্টেম্ব ঢাকা থেকে গাইবান্ধায় ফেরে তারা।

জন্মদিনে মা সাহিদা বেগম তোফা ও তহুরাকে নতুন জামা পরিয়ে হাতে চুড়ি, কপালে লালটিপ, চোখে কাজল দিয়ে সাজিয়ে দেন। সকাল থেকেই তাদের শুভেচ্ছা আর আদর জানাতে বাড়িতে ভিড় করে প্রতিবেশীরা।

তাছাড়া বিকেলে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জের ইউএনও (ভারপ্রাপ্ত) সামিউল আমিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক সাহানুর ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ এ কে এম আমিরুল মোর্শেদ খসরু ও মহিবুল হোসেন নিরব।

সাহানুর ইসলাম বলেন, “জন্মদিন উপলক্ষে ওদের দেখতে আমরা ঢাকা থেকে এসেছি। ওরা ভালো আছে। তবে চেকআপের জন্য তাদের দুমাস পর ঢাকা যেতে হবে।”

সাহিদা বেগম বলেন, “ওদের জন্য আপনারা দোয়া করবেন। ওরা যেন সুস্থ থাকে।”

বাবা রাজু মিয়া বলেন, “ওদের জন্মের পর দুশ্চিন্তায় ছিলাম। অপারেশনের পরও শঙ্কায় ছিলাম। একবছর কেটে গেছে, এখন ভাল লাগছে। চিকিৎসকদের চেষ্টা আর আল্লাহর রহমতে ওরা ভাল আছে।”