ধরা পড়ল সেই মত্ত হাতি

মৌলভীবাজারের কুলাউড়ার সেই মত্ত ধরা পড়ল বন বিভাগের কর্মীদের হাতে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 01:35 PM
Updated : 28 Sept 2017, 04:39 PM

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক জানান, জানান, বৃহস্পতিবার উপজেলার মেরিনা চা বাগানের পাশের জঙ্গলে হাতিটি ধরা পড়ে।

কুলাউড়া থানার ওসি শামীম মূসা জানান, মত্ত হাতিটির আক্রমণে গত গত ৩ সেপ্টেম্বর মঙ্গল কাড়িয়া নামে এক চা শ্রমিক এবং ২৩ সেপ্টেম্বর গণি মিয়া নামে এক মাহুত নিহত হন। 

পরিদর্শক আব্দুল্লাহ বলেন, মত্ত হাতিটিকে ধরতে গত রোববার ঢাকা, সিলেট ও  কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কের বিশেষ টিম কুলাউড়া এসে কাজ শুরু করে।

“বুধবার মেরিনা চা বাগানে ট্রাঙ্কুলাইজারের মাধ্যমে দুইবার চেতনা নাশক দেওয়া করা হলেও গহীন জঙ্গলে ঢুকে যায়। বৃহস্পতিবার আবারও দুইবার দফা চেতনা নাশক প্রয়োগ করলে হাতিটি কাবু হয়ে পড়ে। পরে পায়ে শিকল দিয়ে গাছের সাথে আটকে রাখা হয়েছে।”