ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, বরিশালে রেস্তোরাঁ মালিকদের ধর্মঘট

হোটেল রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বরিশাল শহরের রেস্তোরাঁ মালিক ও মিষ্টি ব্যবসায়ীরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 10:16 AM
Updated : 28 Sept 2017, 10:16 AM

বৃহস্পতিবার ভোর থেকে বরিশাল নগরীর সব রেস্তোরাঁ ও মিষ্টির দোকান বন্ধ রেখে তারা এ ধর্মঘট শুরু করেছেন বলে বরিশাল রেস্তোরাঁ মালিক সমিতি সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু জানান।

তিনি বলেন, “গত কয়েক দিন ধরে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ঢাকা থেকে আসা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে যে পরিমাণ অর্থ জরিমানা করা হচ্ছে তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

“এছাড়া জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে ব্যর্থ হলে কারাদণ্ড দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত।”

এ প্রেক্ষিতে রেস্তোরা, খাবার হোটেল ও মিষ্টি দোকান মালিকদের এক জরুরি বৈঠকে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান তিনি।

বরিশাল র‌্যাব-৮ এর উপ পরিচালক মেজর সোহেল রানা জানান, আইন মেনেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পচা-বাসি খাবার বিক্রি এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।