রাবি শিক্ষককে মারধর: ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক সমিতির

শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ‘বিধি মোতাবেক’ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 05:06 PM
Updated : 27 Sept 2017, 05:06 PM

বুধবার রাতে উপাচার্যের সঙ্গে দেখা করে তারা এ দাবি জানিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন।

ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর দেওয়াকে কেন্দ্র করে গত সোমবার আইবিএর শিক্ষক হাছানাত আলীকে মারধর করে তার অধীনে ইন্টার্নশিপ করা শিক্ষার্থী নাহিদ হায়দার। ঘটনা পর পরই নাহিদকে আটক করে পুলিশ। রাতে নাহিদের বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষক।  

তিনি বলেন, “আজ শিক্ষক সমিতির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে উপাচার্যের কাছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

 “একজন শিক্ষার্থী শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। এটা অন্যায়, জঘন্য কাজ। আমরা এ রকম ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছি।”