ফেনীতে আশ্রয় নেওয়া ১৩ রোহিঙ্গাকে কুতুপালংয়ে স্থানান্তর

আত্মীয়তার সূত্র ধরে মিয়ানমার থেকে পালিয়ে এসে ফেনীতে আশ্রয় নেওয়া ১৩ রেহিঙ্গাকে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 02:59 PM
Updated : 27 Sept 2017, 02:59 PM

বুধবার তাদের একটি মাইক্রোবাসে করে কুতুপালং ক্যাম্পে পাঠানো হয় বলে ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় জানান।

গত ১০ সেপ্টেম্বর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামে মাতব্বর বাড়িতে আশ্রয় নেয় পরিবারটি। এরপর থেকে ওই বাড়িতেই তাদের নজরদারিতে রাখে প্রশাসন।

এই ১৩ সদস্যদের পরিবারের সাতজন শিশু, যাদের বয়স চার মাস থেকে নয় বছর।

জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকালে ১৩ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয় ক্যাম্পে পাঠানো হয়েছে।

“সেখানে তাদের রাখা হবে। রোহিঙ্গা পরিবারটিকে সেখানে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্রও দেবে সরকার।”