‘দেনা পরিশোধের পরে’ নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

‘সহকর্মীদের দেনা পরিশোধের পর’ থেকে প্রাইম ব্যাংক আশুলিয়ার শাখার ব্যবস্থাপক নিখোঁজ রয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 02:34 PM
Updated : 27 Sept 2017, 02:34 PM

মঙ্গলবারের এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে বলে আশুলিয়া থানার কর্মকর্তা এসআই মোরশেদ মোল্লা জানান।

নিখোঁজ এবিএম সাইদুল ইসলামের (৪৫) বাড়ি ভোলার লালমোহনে। তিনি পরিবারসহ ঢাকার মিরপুরে বসবাস করেন।

এসআই মোরশেদ বলেন, বিকালে ব্যাংকটির অপারেশন অফিসার একে এম শামছুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপর ব্যবস্থাপক সাইদুলের রুম থেকে তার মোবাইলফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ও সকহর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সকালে অফিসে আসেন। বেলা ১১টার দিকে নিজ একাউন্ট থেকে এক লাখ ৬৮ হাজার টাকা নিজেই ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে তোলেন। পরে বিভিন্ন সহকর্মীদের ধার পরিশোধ করেন।

“এরপর তিনি মানিব্যাগ ও মোবাইলফোন তার কক্ষের টেবিলে রেখে বের হয়ে যান। একটি রিকশা নিয়ে বাইপাইলের দিকে রওনা হন।”

ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম নিখোঁজের পর রাতে তার ভাই থানায় যোগাযোগ করেছেন। তার স্ত্রী যোগাযোগ করেননি দাবি করে এসআই মোরশেদ বলেন, এ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।