প্রথম মৃত্যুবার্ষিকীতে সব্যসাচী লেখককে ফুলেল শ্রদ্ধা

প্রথম মৃত্যুবার্ষিকীতে কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 02:29 PM
Updated : 27 Sept 2017, 02:30 PM

বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।

পরে কবির সমাধিস্থল থেকে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে কবির আত্মজীবনী নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি এস এম আব্রামহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক সফি খান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ শামসুল হক।

কবিতা, নাটক, গল্প, উপন্যাস, চলচ্চিত্রসহ সাহিত্যের সব শাখায় স্বচ্ছন্দ সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন হোমিওপ‌্যাথিক চিকিৎসক সৈয়দ সিদ্দিক হুসাইন ও গৃহিনী হালিমা খাতুনের ঘরে। মৃত্যুর পর কুড়িগ্রামেই হয় তার শেষ ঠিকানা।