যশোরে শিশুসহ রোহিঙ্গা পরিবার আটক

যশোর থেকে শিশুসহ নয়জনের এক রোহিঙ্গা পরিবারকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 01:31 PM
Updated : 27 Sept 2017, 01:31 PM

বুধবার শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান।

আটকদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও এক পুরুষ রয়েছেন।

এরা হলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের পানিগাজিরি এলাকার প্রয়াত ইমাম শরীফের ছেলে তফুর আলম (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), তাসনিম আক্তার (৫), ছেলে রিয়াজুল ইসলাম (৭), সাইফুল ইসলাম (৩), সহিদুল ইসলাম (নয় মাস) এবং তফুরের ভাইয়ের মেয়ে জান্নাত আরা (২০) ও জান্নাতের ছেলে হামিদ হোসাইন (নয় মাস।

ওসি আজমল বলেন, “মণিহার এলাকায় টহলরত পুলিশ সদস্যরা ওই পরিবারকে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

“ওই পরিবারটি মিয়ানমার থেকে বান্দরবান সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর কিছু লোক তাদের আশ্রয় ক্যাম্পে পৌঁছে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে একটি গাড়িতে উঠিয়ে দেয়। এরপর তারা যশোরে পৌঁছান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।”

ওই রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।