‘অনটনে’ স্বামীর পর স্ত্রীরও আত্মহত্যা

প্রেমের টানে ঘর ছেড়েছিলেন; কিন্তু আর্থিক টানাপড়েনে গলায় ফাঁস লাগিয়ে প্রাণ দিলেন দুজনেই।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 11:01 AM
Updated : 27 Sept 2017, 11:47 AM

স্বামীর আত্মহত্যার দুদিন পর বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার বাহার মিয়ার বাড়ি থেকে স্ত্রী ঋতু আক্তারের (১৯) লাশ উদ্ধার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মিজানুর রহমান জানান।

ঋতু নাসিরনগর উপজেলার উচ্চগ্রাম গ্রামের খোকা মিয়ার (২০) স্ত্রী। রাজধানীর উত্তরায় একটি গার্মেন্টে কাজ করতেন দুজনে।

এসআই মিজানুর বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন খোকা। মঙ্গলবার বিকালে খোকাকে নানার বাড়ি শহরের কান্দিপাড়া এলাকায় দাফন করা হয়।

“স্বামীর আকস্মিক মৃত্যু সইতে না পেরে ঋতু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা, 'আরে খোকার সাথে মাটি দিবেন। আমি খোকারে ছাড়া থাকতে পারমোনা, বিদায়’।”

লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খোকার মামা এ কে চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় এক বছর আগে জেরে পালিয়ে বিয়ে করে খোকা ও ঋতু। দুই পরিবারের কেউ তাদের এ বিয়ে মেনে না নেওয়ায় ঢাকা গিয়ে গার্মেন্টে চাকরি নেয় তারা।

“কিন্তু সেই আয়ে তাদের সংসার চলছিল না। সংসারে নিয়মিতই আর্থিক টানাপড়েন লেগেই থাকতো। অভাবে অনটনের কারণেই খোকা আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।”