লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ২

লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক নারীসহ দুইজনকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 09:48 AM
Updated : 25 Sept 2017, 09:49 AM

সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার।

আটককৃতরা হলেন, ওই এলাকার আনোয়ার হোসেন ও অপহরণ চক্রের ‘হোতা’ লিবিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী জ্যোৎস্না বেগম।

পুলিশ সুপার জানান, চাঁদপুর শহরের মারুফ হোসেন নামে এক ব্যক্তিকে গত ৪ বছর ধরে লিবিয়ায় জিম্মি করে শারীরিক নির্যাতন করে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে তার পরিবারের কাছে পাঠায় এবং ৩০ লাখ টাকা দাবি করে। মারুফের পরিবার ধাপে ধাপে ৯ লাখ ৩০ হাজার টাকা একটা ব্যাংক একাউন্টের মাধ্যমে পাঠায়।

এই ঘটনায় চলতি বছরের ১০ জুলাই মারুফের ভাই চাঁদপুর শহরে বিটি রোডের বাসিন্দা রুবেল হোসেন একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে চাঁদপুর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে বলে জানান তিনি।

পরে অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ চক্রটির স্থানীয় সদস্য আনোয়ার ও জ্যোস্নাকে আটক করে বলে জানান পুলিশ সুপার।