ঝিনাইদহে হত্যা মামলায় একজনের প্রাণদণ্ড

ঝিনাইদহে সাত বছর আগের হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।    

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 08:39 AM
Updated : 25 Sept 2017, 09:01 AM

সোমবার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মতিয়ার রহমানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ভরিয়াপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যদণ্ড ছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মামলার বিবরণে বলা হয়, পূর্ব বিরোধের জেরে ২০১০ সালের ২৫ জানুয়ারি ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়কে সাত ভাই কুদ্দুস মার্কেটের সামনে কয়েকজন সন্ত্রাসী ছোট কামারকুণ্ডু গ্রামের আবু বক্কার মাস্টারের ছেলে আবুল কাশেম মো.ফজলুল হক ওরফে রিপনকে গুলি করে হত্যা করে।

পরে পালানোর সময় ট্রাফিক ইন্সেপেক্টর গোলাম আজম অস্ত্রসহ মতিয়ারকে আটক করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মতিয়ারের প্রাণদণ্ডের রায় দেন।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আহাদ আলী ও আবু আব্দুল্লাহ মারুফ নামে দুই ব্যক্তিকে খালাস দেওয়া হয়।