চাঁপাইনবাবগঞ্জে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সাত বছর আগের হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 07:57 AM
Updated : 25 Sept 2017, 07:57 AM

সোমবার চাঁপাইবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত আব্দুল মালেক (২৩) শিবগঞ্জ উপজেলার কান্তিনগর গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।   

মামলার বিবরণে বলা হয়, মালেক কান্তিনগর গ্রামের তার বন্ধু রুবেলের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। পরে কয়েক দফায় রুবেল তার কাছে টাকা চাইলেও তিনি তা পরিশোধ করেননি।

এরপর ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর সকালে রুবেলকে বাড়ি থেকে ডেকে পাশের চোহান বিলে নিয়ে যান মালেক। সেখানে রুবেলকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর তার লাশ আখ ক্ষেতে পুঁতে রাখেন তিনি।

ঘটনার এক মাস পর পুলিশ রুবেলের লাশ উদ্ধার ও মালেককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রুবেলের বাবা ওই বছরের ১০ অক্টোবর শিবগঞ্জ থানায় মালেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই জামাল উদ্দীন ২০১০ সালের ৩১ জানুয়ারি মালেকের বিরদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।