রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে: ইউএনএইচসিআর

রোহিঙ্গাদের সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে বলে মনে করেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 03:00 PM
Updated : 24 Sept 2017, 03:15 PM

রোববার দুপুরে কক্সবাজারে ইউএনএইচসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের প্রধান কারণ মিয়ানমারে। তাই এর সমাধানও মিয়ানমারেই।

“সবার আগে সেখানে অবশ্যই সন্ত্রাস বন্ধ করতে হবে। সন্ত্রাসের কারণে সেখান থেকে মানুষ পালিয়ে আসছে।”

মানবাধিকার সংস্থাগুলোর রাখাইনের উত্তরাঞ্চলে প্রবেশের জন্য নিরাপত্তা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার উপরও তিনি জোর দেন।

“আপনারা জানেন ইউএনইএচসিআর ও ডব্লিউএফও সেখানে এখনও অবস্থান করছে, কিন্তু আমাদের চলাচলে বিধিনিষেধ রয়েছে। এখানে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, কারণ এখনও যারা সেখানে রয়ে গেছে আমরা তাদের জন্য কাজ করছি।

নৌকায় চড়ে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্যে রোহিঙ্গা শরণার্থীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

“আর মানুষগুলো যাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে পারে সেজন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে।”

তিনি শনিবার এখানে আসা রোহিঙ্গাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

তাদের অপরিমেয় সমস্যার ভয়াবহতা দেখে তিনি স্তম্ভিত হন বলে মন্তব্য করেন।

তাদের জন্য খাবার, পরিষ্কার পানি, আশ্রয়, যথাযথ স্বাস্থ্যসেবা জরুরি। তবে সম্ভবত সবচেয়ে জরুরি প্রয়োজন তাদের থাকার জায়গা, বলেন তিনি।

গত ২৫ অগাস্টে আবার হামলার ঘটনার পর সেনাবাহিনী পাল্টা কঠোর দমন অভিযান চালাচ্ছে, যেটাকে ‘রোহিঙ্গা জাতিগোষ্ঠী নির্মূলকরণ’ বলছে জাতিসংঘ।

এর পর থেকে সোয়া চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের সীমান্ত জেলা কক্সবাজারের আশ্রয় নিয়েছে।