মৌলভীবাজারে ধরা পড়ল ‘দলছুট’ রোহিঙ্গা শিশু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দলছুট’ এক রোহিঙ্গা শিশুকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 02:32 PM
Updated : 24 Sept 2017, 02:32 PM

শ্রীমঙ্গল থানা ওসি কেএম নজরুল ইসলাম জানান, রোববার শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে জিহাদুল ইসলাম (১১) নামে ওই শিশুকে আটক করা হয়।    

জিহাদুলের বাবা জসিম উদ্দিন ও মা শাহিনা আক্তার। তার বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু গ্রামে।

ওসি নজরুল বলেন, “শিশুটি কয়েকদিন আগে শ্রীমঙ্গলে আসে। স্থানীয় ইউপি সদস্যের কাছে শিশুটির বিষয়ে সংবাদ পাই। পরে তাকে ওই বাড়ি থেকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

“জিহাদুলের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

জিহাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, গত ১৭ সেপ্টেম্বর সে টেকনাফ থেকে ২০ রোহিঙ্গার একটি দলের সঙ্গে খাবারের সন্ধানে বাসে সিলেটের উদ্দেশে রওনা হয়।  আসার পথে  ফেনীতে সঙ্গীরা ধরা পড়লেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।

এরপর সে ফেনী রেল স্টেশনে আসে। পরে এক লোকের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসে ট্রেনে করে শ্রীমঙ্গলে আসে। ওই লোকই তাকে মুসলিমবাগ আবাসিক এলাকার সামছুল হকের বাসায় যাওয়ার ব্যবস্থা করেন।