ঝালকাঠিতে ডাকাতদের হামলায় আহত ৪   

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডাকাতদের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন।    

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 07:18 AM
Updated : 24 Sept 2017, 07:19 AM

কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, পাটিকালঘাটা ইউনিয়েনের দপ্তর পশুরবুনিয়া গ্রামের শহীদুল ইসলাম ও মামুন হোসেনের বাড়িতে শনিবার গভীর রাতে ডাকাতরা হানা দেয়।

আহতরা হলেন শহীদুল ইসলাম (৪০), তার মা রাশিদা বেগম (৬০) ও ছোট ভাই শরিফুল ইসলাম (১৩) এবং ওই এলাকার কলেজছাত্র  রুবেল হোসেন (১৭)। তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শহীদুল বলেন, শনিবার রাতে ১০/১২ জন ডাকাত তার বাড়ির বাড়ির জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মালামাল লুটপাটের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তিনসহ তার মা ও ভাইকে কুপিয়ে জখম করে।

পরে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫/৬ লাখ টাকার মালামাল লুট করে তারা বেড়িয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, বেড়িয়ে যাওয়ার সময় ডাকাতরা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। পরে পাশের বাজারের মামুন হোসেনের বাড়িতে হামলা চালায়।

তারা ওই বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় বলে জানান শহীদুল।

ওসি শওকত বলেন, শহীদুলকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।