রাবির হলে চুরির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 04:51 AM
Updated : 24 Sept 2017, 04:51 AM

রোববার ভোর ৫টার দিকে শাহ মখদুম হলের হলের ৩৩৮ ও ৩৩৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

৩৩৮ কক্ষের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে আমার স্মার্টফোনটি চুরি হয়ে যায়। সেখানে থিসিসের অনেক দরকারি ডকুমেন্টস ছিল।”

“হলের আশেপাশে সবসময় বহিরাগত মাদকসেবীরা ঘোরাফেরা করে। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।”

এর আগেও হলের বিভিন্ন কক্ষ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এ ব্যাপারে হলের নিরাপত্তাকর্মীদের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেন রাকিবুল।

৩৩৪ নম্বর কক্ষের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, “আমরা বিষয়টি হল প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে প্রাথমিকভাবে ফোনে জানিয়েছি। তিনি আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন।”

জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, “এক আবাসিক শিক্ষার্থীর কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি। এটা হলের বাইরে জানালা দিয়ে চুরি হয়েছে। বহিরাগতরা এ ঘটনায় জড়িত খাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ”

তিনি বলেন, তিনি গত শুক্রবার হলের আশেপাশে মাদক বিক্রেতাদের আনাগোনা বন্ধে ব্যাবস্থা গ্রহণ করতে প্রশাসনকে জানিয়েছেন।

শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জাহাঙ্গীর জানান।