আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, মা-শিশুসহ দগ্ধ ৪

ঢাকার আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন মা ও শিশুসহ চারজন। এ সময় পুড়ে গেছে অর্ধশত ঘর।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 05:26 PM
Updated : 22 Sept 2017, 06:32 PM

শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক, মতিন মোল্লা ও কাদের মহুরীর মালিকানাধীন তিনটি শ্রমিক বসতিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান ।

স্থানীয়রা বলছেন, এ তিনটি কোলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকত।

দগ্ধরা হলেন- নাসিমা বেগম (২৮) ও তার ৮ মাসের ছেলে নাদিম। নাসিমার বোন শান্তা বেগম (৩২) ও তার স্বামী সোহেল (৩৬)।

এর মধ্যে শান্তাকে নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ও অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, রাত ৮টার দিকে কাদের মহুরীর শ্রমিক কলোনিতে আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসসহ তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।”

আগুনে দগ্ধ হয়েছেন মা-শিশুসহ চারজন। প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।