টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ৬ জনকে রিমান্ডে চায় পুলিশ

মুন্সীগঞ্জে আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার জিএম ক্ষিতিশ সরকারসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের হেফাজতে নেওয়া আদালতে আবেদন করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 01:54 PM
Updated : 22 Sept 2017, 01:55 PM

শুক্রবার সদর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ এ কথা জানান।

বুধবার সদর উপজেলার আইডিয়াল টেক্সটাইল মিলের কেমিক্যাল গুদামে তাক তৈরি করার জন্য ওয়েলডিং করার সময় আগুনের ফুলকি কেমিক্যালে পড়ে আগুন লেগে যায়। এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা তিন জন এবং চার তলায় থাকা তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার একটি মামলা ও জিজ্ঞাসাবাদের জন্য কারখানার জিএমসহ ছয় জনকে আটক করেছে। জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদারকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরিদর্শক মঞ্জুর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়কে শুক্রবার জেলার একটি আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। এ বিষয়ে সোমবার শুনানির দিন ঠিক করেছেন বিচারক।