শরণখোলায় ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় বাগেরহাটের শরণখোলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 01:24 PM
Updated : 22 Sept 2017, 01:24 PM

শুক্রবার বিকাল ৩টা থেকে উপজেলার খোন্তাকাটা বাজারে এ আদেশ বলবৎ থাকবে বলে জানান শরণখোলার ইউএনও লিংকন বিশ্বাস।

ইউএনও বলেন, আওয়ামী লীগের দুই পক্ষ স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই সমাবেশ আহ্বান করে।

“তাদের মধ্যে সংঘাত এড়াতে খোন্তাকাটা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সঙ্গে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের রাজনৈতিক বিরোধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থানীয় একাধিক নেতা বলেন, দলের খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন খাঁনের বাড়িতে গত ২০ সেপ্টেম্বর রাতে একদল লোক হামলা চালায়। এর প্রতিবাদে তারা খোন্তাকাটা ভ্যানরিকশা স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

অপরদিকে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান জমাদ্দার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারসহ ছয় নেতা সম্প্রতি মামলার কারণে কারাগারে গেছেন। তাদের মুক্তির দাবিতেও একটি সমাবেশ ডাকে একই স্থানে।