ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে ‘লাঠি দিয়ে পিটিয়ে জখম’

‘লেখাপড়া না করায়’ ঠাকুরগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্রকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।   

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 09:41 AM
Updated : 22 Sept 2017, 11:14 AM

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, শুক্রবার সকালে ছেলেটির মা লাভলী আক্তার বাদী হয়ে পীরগঞ্জ উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে এ মামলা করেন।

আহত মো. লিয়নের (১১) বাড়ি ওই উপজেলার গুয়াগা এলাকায়। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার বরাত দিয়ে ওসি আমিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেখাপড়া না করার অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় লিয়নকে লাঠি দিয়ে পেটান বাশার।

বৃহস্পতিবার লিয়নকে আহত অবস্থায় তার সহপাঠিরা বাড়ি নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিয়নের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।