পবায় মাছ চাষীকে গলা কেটে হত্যা

রাজশাহীর পবা উপজেলায় এক মাছ বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 07:26 AM
Updated : 22 Sept 2017, 07:26 AM

পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সকালে উপজেলার দারুশা ইউনিয়নের কৈকুড়ি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহাবুল ইসলাম (৩২) রাজপাড়া থানার হড়গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে।

ওসি পরিমল পরিবারের বরাতে বলেন, বৃহস্পতিবার রাত ১০-১১টার মধ্যে একটি মাইক্রোবাসে করে একদল লোক তাকে কাশিয়াডাঙ্গা মোড় থেকে তুলে নিয়ে গোদাগাড়ির দিকে চলে যায়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে।

“নিহতের টি-শার্টের পকটে পাঁচ হাজার ও প্যান্টের পকেটে তিন হাজার টাকা টাকা পাওয়া গেছে। লাশের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ঘটনাস্থলে রক্ত দেখা যায়নি। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যার পর লাশ এখানে এনে ফেলা হয়েছে।”

শাহাবুল পুকুরে মাছ চাষসহ জমি কেনাবেচা করতেন বলে জানিয়েছেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

তিনি বলেন, জমি কেনাবেচা নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।