কেরানীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে অপহরণের প্রায় দুই মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 04:48 PM
Updated : 21 Sept 2017, 04:48 PM

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি দীপক চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

মেয়েটি কেরানীগঞ্জ মডেল থানার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

গত ২৮ জুলাই বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে তার বাবার মামলায় অভিযোগ করা হয়।

ওসি দীপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটির বাবা কেরানীগঞ্জ মডেল থানায় আট জনকে আসামি করে একটি মামলা করেছেন।

“থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারের ব্যর্থ হলে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান গত মঙ্গলবার মৌখিকভাবে আমাদের উপর এ মামলার তদন্তের নির্দেশ দেন। এরপর থেকেই আমরা তদন্ত শুরু করি।”

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে নিকুঞ্জ-২ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং রাহাত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় ছয় আসামি হাই কোর্ট থেকে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আরেক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি দীপক।

উদ্ধার স্কুলছাত্রী ও গ্রেপ্তার যুবক তাদের হেফাজতে রয়েছে। শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।