বগুড়ায় ভিজিডির ২২৩ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়ার দুপচাঁচিয়া একটি চালকল থেকে ২২৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 03:59 PM
Updated : 20 Sept 2017, 03:59 PM

দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুধবার উপজেলার জোহালী মাটাই গ্রামে আকবর আলীর চালকলে এ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তাররা হলেন, চালকল মালিকের ছেলে জহুরুল ইসলাম (৩২), চাল ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৪) ও নুরুল ইসলাম (২৯)।

মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, গোপনে সংবাদে আকবর আলীর চালকলে অভিযান চালিয়ে ২২৩ বস্তা (৩০ কেজি ওজনের) ভিজিডির চাল উদ্ধার করা হয়। এ সময় চালগুলো মজুদের অভিযোগে কল মালিকের ছেলে ও দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে সারিয়াকান্দির মথুরাপাড়া বাজারের জুলফিকার আলী নামে এক ব্যবসায়ীর একটি গুদাম থেকে ১৪২ বস্তা ভিজিডির চাল জব্দ করে দুই গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।