কুষ্টিয়ায় ইয়াবাসহ জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ায় জেলা পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে; যার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 10:36 AM
Updated : 20 Sept 2017, 10:36 AM

সদর উপজেলার ভাদালিয়া বাজার থেকে মঙ্গলবার মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান।

গ্রেপ্তার মামুনুর রশিদ মামুন (৩৫) উপজেলার আলামপুর ইউনিয়নের হলবিল গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

ওসি নাসির বলেন, দীর্ঘদিন ধরে মামুন অস্ত্র ও মাদক কেনাবেচা করে আসছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে অস্ত্র কেনাবেচার গোপন খবরে পেয়ে ভাদালিয়া বাজারে তার অফিসে অভিযান চালায় পুলিশ।

“এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশী রিভলভার, ম্যাগজিসহ গুলি ও ১০০টি ইয়াবাসহ তাকে মামুনকে আটক করা হয়। ”

পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বলে জানান ওসি।