রাজশাহীর ১৭ হাজার কৃষক পাবেন বিনা মূল্যে সার-বীজ

রাজশাহীতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ১৭ হাজার কৃষককে এক বিঘা করে জমি চাষের জন্য প্রয়োজনীয় সার-বীজ বিনা মূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 03:57 AM
Updated : 20 Sept 2017, 03:57 AM

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৪৮৬ কৃষকের তালিকা তৈরি করা হয়েছে।

“বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের আওতায় তাদের প্রত্যেককে এক বিঘা জমি আবাদ করার জন্য সরকার প্রয়োজনীয় সার-বীজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

গম ও ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষে এই অনুদান দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সাড়ে চার হাজার কৃষক গমবীজ, দুই হাজার ৪০০ জন ভুট্টাবীজ, সাড়ে সাত হাজার কৃষক সরিষাবীজ, দুই হাজার কৃষক মুগডালের বীজ, এক হাজার ৫০ জন তিলবীজ ও ৩৬ জন কৃষক বিটি বেগুনের বীজ পাবেন। সেই সঙ্গে প্রয়োজনীয় সারও বিনা মূল্যে দেওয়া হবে।

এ বছর বন্যায় রাজশাহীতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয় বলেও তিনি জানান।