‘স্ত্রীর’ গরম পানিতে প্রাণ গেল স্বামীর

মুন্সীগঞ্জ সদরে গরম পানিতে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যাকে তার স্ত্রী গরম পানি ছুড়েছেন বলে অভিযোগ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 02:17 PM
Updated : 19 Sept 2017, 02:18 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার নাসির উদ্দিনের (৫০) মৃত্যু হয়।  

নাসির সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলার বাসিন্দা।

ঘটনার পর থেকে নাসিরের স্ত্রী মিনু বেগম (৩৫) পলাতক রয়েছেন বলে সদর থানার ওসি মো আলমগীর হোসাইন জানিয়েছেন।

ওসি বলেন, গত বৃহস্পতিবার ঘুমন্ত স্বামীর উপর গরম পানি ছুড়ে দেন মিনু।

“প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।”

নাসিরের ছোট ভাই সাহেব উদ্দিন বলেন, “আমার ভাবি প্রায়ই ভাইয়ের সঙ্গে ঝগড়া করতেন। ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় ভাইয়ের শরীরে মরিচ ও লবণ মিশ্রিত ফুটন্ত পানি ঢেলে দেন ভাবি।”

সাহেব উদ্দিন বলেন, এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর সদর থানায় অভিযোগ দেওয়া হয়। পরে তিনি বাদী হয়ে মিনু বেগমকে প্রধান আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

ওসি আলমগীর বলেন, এই ঘটনায় সদর থানায় হত্যা মামলা হয়েছে। আসামি মিনু বেগম পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।