প্রতিবন্ধী শ্রমিকরাও উন্নয়নে অবদান রাখছেন: রুশনারা

বৃটিশ এমপি রুশনারা আলী বলেছেন, প্রতিবন্ধী শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 11:16 AM
Updated : 19 Sept 2017, 11:16 AM

মঙ্গলবার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) আশুলিয়ার গণকবাড়ি শাখায় প্রতিবন্ধীদের জন্য মার্কস অ্যান্ড স্টার্ট প্রজেক্টের ট্রেনিং সেন্টার পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

এ সময় এ সেন্টারে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের সাফল্য ও অভিজ্ঞতার গল্পও শোনেন রুশনারা।

প্রজেক্টের কাট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক।

এর আগে তারা সেখানে পৌঁছলে তাদের স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।

শরণার্থী শিবিরে ক্যাম্প পরিচালনার জন্য সিআরপির প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধীদের মেধা কাজে লাগিয়ে দক্ষ জনবল তৈরি করার জন্য সাধুবাদ জানান রুশনারা আলী।

ব্রিটিশ হাইকমিশনার আগেও সিআরপি পরিদর্শন করেছেন উল্লেখ করে তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে ব্রিটিশ এমপি ও হাই কমিশনার সিআরপিতে দুটি ফুলের চারা রোপন করেন।

লেবার পার্টির এমপি রুশনারা আলী বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে ঢাকা সফর করছেন।

যুক্তরাজ্যের বিভিন্ন রেল কোম্পানির নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে সপ্তাহব্যাপী সফরে রোববার ঢাকা এসেছেন তিনি।