অপহরণ চেষ্টার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আটক

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়রের মেয়েকে ‘তুলে নিয়ে যাওয়ার সময়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন এক ছাত্রলীগ নেতা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 04:52 PM
Updated : 18 Sept 2017, 05:13 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান।

আটক অসীম দেওয়ান (২৬) বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

মেয়রের মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিকুল বলেন, “রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার থেকে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কেএম শহিদুল ইসলামের মেয়ে সামান্তা ইসলমাকে (২২) রাতে ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানসহ তার দুই সহযোগী একটি প্রাইভেটকারে তুলে ‍নেয়।

“গাড়িটি রূপগঞ্জে ফেরিতে উঠামাত্র সামান্তা চিৎকার শুরু করলে ঘাটের লোকজন ও ফেরির স্টাফরা তাদের ঘিরে ফেলে। এ সময় কৌশলে অসীমের দুই সহযোগী পালিয়ে গেলেও জনতা অসীমকে আটক করে ও সামন্তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়।”

ছাত্রলীগ নেতা অসীমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাকে অপহরণ চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান তিনি।

প্যানেল মেয়র শহিদুল ইসলাম শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসীম বখাটে ছেলে। সে প্রায়ই আমার মেয়েকে অপহরণের হুমকি দিতো। এ জন্য আমি তাকে ঢাকায় রেখে পড়াশোনা করাতাম।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানিয়েছেন।